দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত-২ এক কৃষকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ীতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপরে কামড়ে বাবুল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। অপর একজন মোজাম্মেল হক (৫১) নামে এক কৃষক সন্ধা ৭ টার দিকে ধানের বীজতলা দেখে নিজবাড়ী যাওয়ার পথে পথিমধ্যে সাপের ছোবলের শিকার হয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে সাপের কামড়ের পর বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। নিহত বাবুল মিয়া সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পশ্চিম নলসন্ধা গ্রামের মৃত ইজ্জত আলী মন্ডলের ছেলে। বাবুল মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
অপর ব্যাক্তি সাপের ছোবলে আক্রান্ত হয়ে মোজাম্মেল হক (৫১)নামে এক কৃষক সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে উপজেলার পোগল দিঘা ইউনিয়নের গোবিন্দ নগর গ্রামের শামছুল হকের ছেলে।
নিহতের পারিবারিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে বাবুল মিয়া বাড়ির কাছে যমুনা নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে ডান পায়ে ছোবল দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে স্বজনরা তাকে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা: মেহেদী হাসান তাকে মৃত ঘোষনা করেন। এ নিয়ে এলাকায় স্থানীয় জনসাধারনের মাঝে আতংক বিরাজ করছে।
এ বিষয়টি সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্তব্যরত ডাঃ মেহেদী হাসান নিশ্চিত করে বলেন, কি ধরনের সাপের ছোবলে আক্রান্ত হয়েছে তা সনাক্ত কারা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.