সিঁদুর ঘোষ রাজকুমার ,টাংগাইল প্রতিনিধি
মহান স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এখন পর্যন্ত কোনো পাকা রাস্তা হয়নি টাংগাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আরুহা গ্রামে। ফলে গ্রামটি অন্য গ্রামের চেয়ে অনেকাংশে পিছিয়ে রয়েছে। সামান্য বৃষ্টিতে গ্রামের প্রায় দেড় কিলোমিটার রাস্তা কাদামাটিতে একাকার হয়ে যায়।
জানা গেছে, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আরুহা গ্রাম। পার্শ্ববর্তী জীবনেশ্বর গ্রামের ইয়াছিন মিয়াবাড়ি হতে আরুহা বটগাছ পযর্ন্ত শেষ মাথায় যতীত মাষ্টার বাড়ি পর্যন্ত আরুহা গ্রামটি প্রায় দেড় কিলোমিটার লম্বা। গ্রামের চারপাশের অন্য গ্রামগুলোর রাস্তা পাকাকরণ হলেও আরুহা গ্রামের রাস্তাটি এখনো কাঁচা রয়েছে।
এ গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি ও ২ টি মসজিদ রয়েছে। বর্ষাকালে শিক্ষার্থীরা কাদাযুক্ত রাস্তা দিয়ে স্কুল-মাদরাসায় যেতে চরম ভোগান্তিতে পড়ে। এছাড়া মুসল্লিরাও ঠিকমতো মসজিদে যেতে পারে না। পার্শ¦বর্তী কে,বি,এন,মাধ্যমিক বিদ্যালয়, এইচ এম মাধ্যমিক বিদ্যালয়, হাসান কলেজ ও মাদরাসা শিক্ষার্থীসহ চাকরিজীবীদের নিজ নিজ কর্মস্থলে যাওয়া-আসা ও কৃৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়া বর্ষাকালে খুব কষ্টকর বলে গ্রামবাসী জানিয়েছেন। এমনকি বর্ষা মৌসুমে গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব কষ্টকর হয় বলে