স্টাফ রিপোর্টার :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জামালপুর ৪ (সরিষাবাড়ী) আসনের স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ বলেছেন, নদী ভাঙ্গন কবলিত সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা ও মিরকুটিয়া গ্রামকে সেন্টমার্টিনের আদলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার(৫ জুলাই )সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা কাঁঠাল তলা এলাকায় জিও ব্যাগ ডাম্পিং ও বন্যাকলিত অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের একাংশে এ কথাগুলো বলেছেন।
এ সময় সরিষাবাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল,উপজেলা ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন শিবলু ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন শিখা , জেলা পরিষদের সাবেক সদস্য ফতেহ লোহানী, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান, পিংনা ইউপি চেয়ারম্যান ডা: নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুরুজ্জামান সরকার, বাশিরুল ইসলাম সেলিম, সুজাত আলী সরু, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সাখাওয়াত হোসেন পল্লব সরকার,পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ঈশা আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম জানান , পিংনা ইউনিয়নের নলসন্ধ্যায় এলাকায় নদী ভাঙ্গন রোধে ইমার্জেন্সি বরাদ্দ হিসেবে ৩০ লক্ষ টাকা বরাদ্দের অর্থ দ্বারা জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করা হয়েছে।