দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

সরিষাবাড়ীতে ধলেশ্বরী এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদন:

আমাদের ট্রেন ফিরিয়ে দাও, রেলওয়ের অব্যবস্থাপনা বিদায় নাও। আন্তঃনগর ট্রেন জামালপুর এক্সপ্রেস ৭৯৯/৮০০ ও ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার প্রতিবাদে এবং অবিলম্বে ট্রেন দুটি পুনরায় চালু করা সহ ৮ দফা দাবিতে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।

বুধবার (২৮আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে ট্রেন দুটি চালুর দাবিতে প্রিয় সরিষাবাড়ী ফেসবুক গ্রুপ ও সরিষাবাড়ী সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, সরিষাবাড়ী উপজেলা মানুষের রেলপথ যাতায়াতের সহজ ও সুবিধাজনক মাধ্যম ছিল জামালপুর এক্সপ্রেস ও ধলেশ্বরী ট্রেন দুটি। ট্রেন দুটি সরিষাবাড়ী থেকে ভুয়াপুর হয়ে ঢাকা কমলাপুর স্টেশনে চলাচল করতো। এই ট্রেন দুটিতে বিশেষ করে ছাত্র-ছাত্রী এবং চাকরিজীবীরা যাতায়াত করতেন।

 

সময়ের কারণে ট্রেন দুটি সবার কাছে খুব জনপ্রিয় ছিল। কিন্তু গত জুলাই মাসে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ট্রেন দুটি বন্ধ করে দেওয়া হয়।

বক্তারা বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকায় উপজেলাবাসীর খুব সমস্যা হচ্ছে। তাদের সময় ও টাকার অপচয় হচ্ছে। ফলে এই ট্রেনটি পুনরায় চালু করা হোক।

মানববন্ধনে বক্তব্য দেন, সরিষাবাড়ী সকল জনগণের পক্ষে মোঃ জাহিদ হাসান মামুন, ছাত্র সমন্বয়ক সাব্বির হোসেন সোহাগ প্রম

Leave A Reply

Your email address will not be published.