দৈনিক নবতান
জনতার সংসদ

কিশোরগঞ্জে দেড় লাখ টাকার দুটি গরু চুরি: একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা মোকছেদুল

0
সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে মোকছেদুল রহমান (৫০)নামে এক ব্যাক্তির দুইটি গরু হারিয়ে দিশেহারা হয়েছে।এতে গরু দুটির বাজার মূল্য প্রায় ১লক্ষ ৫০হাজার টাকা। 
সোমবার(১৬ সেপ্টেম্বর)ভোররাতে উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদের সামনে তার নিজ বাড়ি থেকে গরু দুটি চুরি হয়ে যায়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,মোকছেদুল ইসলাম তার বাড়ির সামনে ছোট একটি চায়ের দোকান করে তার পরিবার চালায়। তার বাড়িতে থাকা দুইটি গরু ছিলো তার একমাত্র সম্বল।রবিবার রাতে তিনি দোকানের  কাজ শেষ করে বাড়ি এসে ঘুমাতে যায়।সোমবার ভোররাতে বাড়ির গরুর ঘরে শব্দে ঘুম ভেঙ্গে যায়।পরে তারা সেখানে গিয়ে দেখে ঘরের দরজা ভেঙ্গে দুইটি গরু চুরি হয়েছে। এতে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে জানতে পারেন পাশের বাড়ির নিলু মিয়া তার গরু দুটি বাজারে বিক্রি করেছেন। তা শুনে তিনি নিলু মিয়ার কাছে গেলে তিনি গরু চুরি করে বাজারে বিক্রির বিষয়টি স্বীকার করেন। পরে স্থানীয় চেয়ারম্যানের সালিশে গরু  বাবদ তাকে এক লক্ষ ২০হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তাকে টাকা দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি এখনো টাকা বুঝে পাননি।
ভুক্তভোগী মোকছেদুল ইসলাম বলেন, আমার বাড়ি থেকে সোমবার দুটি গরু চুরি হয়েছে। গরু দুটি ছিলো আমার একমাত্র সম্বল। আমার গরু হারিয়ে  প্রায় নিংস্ব হয়ে গেছি।খোঁজাখুঁজি এক পর্যায়ে জানতে পারি আমার বাড়ির পাশের নিলু নামে এক ব্যাক্তি গরু দুটি চুরি করে বাজারে বিক্রি করেছেন। আমি তাকে গিয়ে গরু চুরি করে বিক্রির কথা বললে সে স্বীকার করেন।পরে সায়েম চেয়ারম্যান বিচার করে আমাকে এক লক্ষ ২০হাজার টাকা দেওয়ার কথা বলেন। কিন্তু আমি এখনো টাকা পাইনি, আমার গরু চুরি হওয়ার সুষ্ঠ বিচার চাই।
এবিষয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যাবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, এবিষয়ে এখনো অভিযোগ পাইনি।
Leave A Reply

Your email address will not be published.