দৈনিক নবতান
জনতার সংসদ

ধনবাড়ীতে মামলার বাদীর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

0

ধনবাড়ী (টাংগাইল) প্রতিনিধিঃ

টাংগাইলের ধনবাড়ী পৌর শহরে (ছত্র পুর) চর ভাত কুড়া গ্রামে নারী ঘটিত মামলার জের ধরে গত ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক দশটায় একই গ্রামের আঃ গফুর এর ছেলে দুলাল হোসেন, মৃত হাসেন আলীর ছেলে আমীর হোসেন, আফছার আলী, শরীফ মিয়া, সেলিম মিয়া , শাহিন ও তাদের পরিবারের সকল সদস্য মিলে তাদের প্রতি বেশী একই গ্রামে মৃত মহির উদ্দিন ছেলে সোমেছ আলী ও তার ভাই আঃ রহিম (কালুর) বাড়ীতে হামলা চালিয়ে ঘরে ঢুকে প্রথমে সোমেছকে,ও তার স্ত্রী শাহিনা বেগমকে দা, বটি, শাবল, লোহার রড, কাঠের লাঠি হত্যার চেষ্টা করে। এমন অবস্থায় সোমেছ এর ভাই ঘটনা জানতে চাওয়ার কারনে উপরোক্ত আসামীগণসহ ১৫/২০জন মিলে আঃ রহিম সহ পরিবারের অন্য সদস্যদের হত্যার উদ্দেশ্যে করে ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করে বলে জানাযায়। শুধু তাই নয় আহতদের স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের অতিদূত উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এমন সময়ে সকল আসামীগণ মিলে বাড়ীর ঘরে থাকা নগদ টাকা, স্বর্ন, মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের মধ্যে বেশী গুরুতর সোমেছ আলী ও তার স্ত্রী শাহিনাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন। আহত পরিবারের লোকজন  চিকিৎসার ব্যস্ত থাকায় সময়ে আহত ব্যক্তিদের সহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে ১৪ জন কে আসামী করে মৃত হাসেন আলী‘র ছেলে আমীর হোসেন বাদী হয়ে   ধনবাড়ী থানায় গত ২৭ সেপ্টেম্বরি একটি মিথ্যা মামলা করেন ।স্থানীয় লোকজন জানান,মামলার বাদী আমীর হোসেন নিজে মামলা থেকে বাচার জন্য উল্টা মিথ্যা মামলা দিয়েছে। তার জন্য আমরা নিন্দা জানাই। এ মিথ্যা মামলায় আহত পরিবারের সকল আসামীগণ টাংগাইল  আদালত থেকে  জামিনে আসেন।

আ বার আহত সোমেছ আলী সত্য ঘটনার বিচার চেয়ে টাংগাইল আদালতে গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলাটি আদালত আমলে নিয়ে ধনবাড়ী থানার ওসি কে এফ আইয়ের নির্দেশ দেন। আদালতের আদেশে ধনবাড়ী থানার ওসি মামলাটি রেকড করে টাংগাইল আদালতে পাঠান।  উক্ত মামলায় ১৩ জনের মধ্যে ১০ জন আদালতে হাজির হলে ৯ জনের জামিন  হয় ২নং আসামির মিথ্যা মামলার বাদী আমীর হোসেন এর জামিন   নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। আসামী আমীর হোসেন জেল হাজতে থাকায় জামিনে আসা  আসামীগণসহ অন্য আসামীরা মামলার বাদী ও তার পরিবারের অন্য সদস্যদের মামলা তুলে নেওয়ার হুমকী দিয়ে যাচ্ছেন বলে অজ্ঞতা স্থান থেকে সাংবাদিকদের জানান।

Leave A Reply

Your email address will not be published.