মো. সেলিম হোসেনঃ
‘আজীবন বিশ্বস্ত’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা উন্নয়ন সভায় দুই লক্ষাধিক টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও মরহুম বিমাগ্রাহক হাসান আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় গোপালপুর সদর সার্ভিসং সেল কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোম্পানীর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন।
ব্রাঞ্চ ম্যানেজার শাহনুর আহম্মেদ সোহাগের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হোসাইন মাহমুদ, গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সুতী ভি.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান,
এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. সেলিম হোসেন, মোখলেছুর রহমান ও আনিছুর রহমান এবং ইউএম খন্দকার শরিফ প্রমুখ।
অনুষ্ঠানে বিমা গ্রাহক হাসান আলীর মৃত্যুতে তার নমিনী শিরিন হাসানের হাতে ২ লক্ষ ৫ হাজার ৬ শত ৫ টাকার চেক হস্তান্তর করা হয়। হাসান আলী জীবদ্দশায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গোপালপুর সদর সার্ভিসিং সেলের আওতায় বিমা করে মাসিক কিস্তিতে চল্লিশ হাজার টাকার মত জমা করে মৃত্যুবরণ করেন। বিমাচুক্তি মোতাবেক উক্ত জমাকৃত টাকার বিপরীতে তার স্ত্রী নমিনী হিসাবে এই টাকার চেক গ্রহণ করেন।
এ সময় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে কর্মরত কর্মকর্তা ও পলিসি হোল্টারগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।