দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

দূনীর্তির দায়ে প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন সমায়িক বরখাস্ত

0

স্টাফ রিপোটার :
জামালপুরের সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের পদ হতে দূনীর্তির দায়ে বরখাস্ত করা হয়েছে। গতকাল এ বিষয়টি বিদ্যালয়ের অভিযোগকারী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিযুক্ত শিক্ষক সুত্রে এ তথ্য জানা গেছে। এ সাময়িক বহিস্কার হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাভক ও শিক্ষক কর্মচারীদের মাঝে উৎফুল্ল প্রকাশ পেয়েছে।
বিদ্যালয়ের অভিযোগকারী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিযুক্ত শিক্ষক সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক (ইংরেজী) মোস্তাফিজুর রহমান ও শিক্ষার্থীবৃন্দ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ লিখিতভাবে তুলে ধরে গত ২৮ আগষ্ট পৃথক পৃথকভাবে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট দাখিল করেন। দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয় প্রধান শিক্ষক কর্র্তৃক শিক্ষার্থীদের নিকট থেকে ব্যাংক রশিদের মাধ্যমে আদায়কৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবে জমা না দিয়ে প্রধান শিক্ষকের ব্যাক্তিগত ব্যাংক হিসাবে অর্থ জমা করে আতœসাৎ করেন। এ নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানে ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল সহকারে কর্মসূচি পালন করে সকল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকরা অনাস্থা প্রস্তাব এনে অভিযোগ পত্র দাখিল করেন ইউএনও’র নিকট। এরপর দ্রæত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদ দাখিলের দাবীতেও দফায় দফায় ইউএনও’র কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রাখে শিক্ষাথীরা।
এ অভিযোগের আলোকে ৩রা সেপ্টেম্বর তারিখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কে আহ্বায়ক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা সহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অভিযোগের তদন্ত করে নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সক্ষম হন।
উক্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়। এ প্রেক্ষিতে গত ২১ অক্টোবর তারিখে প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে ওয়াজেদা পারভীন তার জবাব দাখিল করেন। দাখিলকৃত নোটিশের জবাব পর্যালোচনা করে সন্তোষজনক না হওয়ায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় উল্লেখ করে গত ৪ নভেম্বর তারিখে বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার স্বাক্ষরিত প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের পত্র দিয়েছেন।
উক্ত সাময়িক বরখাস্ত পত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জামালপুর জেলা প্রশাসক, জামালপুর,অতিরিক্ত জেলা প্রশাসক জামালপুর (আইসিটি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,ময়মনসিংহ ও সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে অনুলিপি দেওয়া হয়েছে ।
এ ব্যাপারে সালেমা খাতুন উচ্চ বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার নিশ্চিত করে বলেন প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের বিষয়টি উর্ধŸতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত পত্র দিয়েছেন বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.