স্টাফ রিপোটার: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সিমান্তবর্তী সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের নির্যাতনে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন এক অন্ত:সত্ত¡ গৃহবধু। ঘটনাটি গত রোববার (৪ নভেম্বর) কাজীপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত কাজিম উদ্দিন এর ছেলে ওসমান গনি’র সাথে একই গ্রামের মৃত আজিবুর শেখ এর ছেলে আব্দুস সামাদ মিয়ার সাথে ১২ শতাংশ ভ‚মি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ওসমান গনি বাড়ীতে না থাকার সুযোগে প্রতিপক্ষ আব্দুস সামাদ মিয়ার ও তার লোকজন সকু মিয়া, আবুল কালাম,মমতা বেগম, সাবিনা বেগম সংঘটিত হয়ে ওই পরিবারটিকে আতংকগ্রস্থ করতে বসত বাড়ীর টিনের বেড়া বাইরা বারী করে। ওসমান গনির স্ত্রী আলেয়া বেগম(৪০) এর প্রতিবাদ করতে গেলে তারা টানা হেচড়া করে আব্দুস সামাদের সীমানার বসতবাড়ীর অঙ্গীনায় কাঠাল গাছ তলায় নিয়ে যায়। পরে আলেয়া বেগমের পড়নের শাড়ী দিয়ে প্রায় উলঙ্গ করে কাঠাল গাছের সাথে বেধে মারধর করে বলে ওসমান আলীর অভিযোগ। এ ঘটনায় প্রতিপক্ষের মারধরের শিকার আলেয়া কে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়। পরবতীতে আলেয়া বেগম কে পাবনা মানষিক হাসপাতালে চিকিসার জন্য ভর্তি করা হয়েছে বলে ওসমান গনি নিশ্চিত করেন। এ ঘটনার পর থেকে আব্দুস সামদ এর পরিবারের লোকজন গা ডাকা দিয়েছেন স্থানীয়রা জানান। আব্দুস সামাদ পরিবারেরলোকজনের নানা অত্যচার ও হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতা প্রতিরোধে প্রশাসনের নিকট আশু দৃষ্ঠি কামনা করেছেন। এ ঘটনায় ওসমান গনি কাজীপুর থানায় আমলা কবরেন বলে জানান তিনি।
BREAKING NEWS
- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবে মিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ
- সড়ক ও জনপথ বিভাগের রাস্তার কালভার্ট বন্ধ করায় জলাবদ্ধতার অভিযোগ
- ভোগডাঙ্গায় সমিতির রোপনকৃত গাছ আত্মসাৎ এর জন্য ভুয়া সদস্য সেজে বিভিন্ন দপ্তরে অভিযোগ
- শীত না পড়তেই ফুটপাতে পিঠা বিক্রির ধুম ঠাকুরগাঁওয়ে
- ঠাকুরগাঁও গড়েয়ায় বজ্রপাত থেকে রক্ষায় তালবীজ রোপণ
- গাড়ীসহ আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- গোপালপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবীর চেক হস্তান্তর
- দুই শিক্ষা কর্মকর্তা কে পূর্বপরিকল্পিতভাবে তোপের মুখে ফেলার অভিযোগ