গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তি ও অনুমোদিত আরসিসি ফুটওভার ব্রীজ যথাস্থানে নির্মাণের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগদাশিমলা ইউনিয়নের বনমালী ও বিলডগার ৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর যৌথ উদ্যেগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, বনমালী-বিলডগা গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর শাখা চেরাগ আলী খালের খান বাড়ীর সামনে পারাপারের জনভোগান্তি দূর করতে তৎকালীন শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু একটি কাঠের ব্রীজ নির্মাণ করে দেন। যা দিয়ে এখনো মানুষ পারাপারের সুবিধা ভোগ করতেছে। সম্প্রতি ওই কাঠের ব্রীজ থেকে কিছুদূর দক্ষিণে সরকারীভাবে একটি আরসিসি ফুটওভার ব্রীজ অনুমোদন করা হয়েছে।
এখন ৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর স্মৃতিগাথা কাঠের ব্রীজেরস্থলে অনুমোদিত ব্রীজটি নির্মাণ করার জন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে জোর দাবি জানান।
উক্ত দাবি পূরণ ও আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী খান, স্থানীয় বিএনপির সেক্রেটারি তোফাজ্জল হোসেন, সাবেক সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ খলিফা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর একাংশ উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপি নেতা ও প্রভাষক সাইফুল ইসলাম জানান, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ভাইয়ের মুক্তির দাবির পাশাপাশি তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য ৩ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আমাদের সকলের দাবি যে ব্রিজটি অনুমোদন হয়েছে তা অবশ্যই কাঠের ব্রিজের ওখানেই স্থাপন করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেনা-বেচার গুজবে কান না দিয়ে জননেতা আব্দুস সালাম পিন্টু ভাইয়ের স্মৃতিকে বাস্তবায়ন করুন।
বিএনপি নেতা মোখলেসুর রহমান রাজু ফকির জানান, বনমালী-বিলডগা খানবাড়ীর সামনে খালের উপর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর স্মৃতি ধরে রাখার স্বার্থে কাঠের ব্রীজটি ভেঙ্গে একটি আরসিসি ব্রীজ নির্মাণ করা হোক।