দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বান্দরবানে ছাদখোলা বাস পর্যটকসহ স্থানীয়দেরও আকর্ষনীয় করে তুলবে

0

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
মেঘলা ছাড়া অন্যান্য পর্যটন স্পষ্ট গুলো ভ্রমনে যাওয়া খুবই ব্যয়বহুল হওয়ায় বান্দরবানের বাসিন্দা অথচ নীলগীরি, নীলাচল যাওয়া হয়নি এমনও অনেকে আছে। যাদের স্বল্প খরচে এই ছাদখোলা বাসে ঘুরে আসতে সক্ষম হবে বলে মনে করছেন অনেকে।
জানা গেছে, বাসটিতে ৩০ জনেরও বেশি আরামদায়ক সিটের ব্যবস্থা রাখা হয়েছে। ফোম দিয়ে তৈরি আরামদায়ক সিটের পাশাপাশি গান শোনার জন্য একটি সাউন্ড সিস্টেমও রয়েছে। এই বাসে বসে পর্যটকরা পাহাড়ের মেঘমাখা পরিবেশ উপভোগ করতে পারবেন।
বাসচালক মো. ফোরকান জানান, ছাদখোলা এই বাসে পর্যটকরা বান্দরবানের নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরি ও অন্যান্য জনপ্রিয় পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন। নির্ধারিত সময় শেষে যাত্রীদের আবার মূল জায়গায় ফিরিয়ে আনা হবে।
পর্যটকদের আনন্দময় অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এবং বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ানোর সুযোগ দিতে ১মবারের মতো বান্দরবানে চালু করা হয়েছে ছাদখোলা বাস। সোমবার (১৮ নভেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলের সামনে এই ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস মালিক কাজল কান্তি দাশ।
হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাসের মালিক কাজল কান্তি দাশ বলেন,”পাহাড়, নদী ও ঝরনাবেষ্টিত বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিনই দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক আসেন। তাদের নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের জন্য এই ছাদখোলা বাস চালু করা হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
পর্যটকদের জন্য নতুন এই উদ্যোগ প্রকৃতির সৌন্দর্য উপভোগের নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন স্থানীয়রা।

Leave A Reply

Your email address will not be published.