দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বিশ্ব শিশু দিবসে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতার পুরষ্কার ও ছাগল বিতরণ

0

স্টাফ রিপোটার :
ভবিষ্যতের কথা শুনুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্গন প্রতিযোগীতার পুরস্কার , স্বাস্থ্য সামগ্রী ও উন্নতমানের খাবার ও আয় বর্ধক মূলক প্রোগ্রাম এর আওতায় প্রকল্পের শিশুর অভিভাবকদের মাঝে ৩০ টি ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ীর আয়োজনে জামালপুরের সরিষাবাড়ী’র তাডিয়াপাড়া এলাকায় ব্যাপিস্ট এইড বিসিসিএফ এর পরিচালনায় কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প তাডিয়াপাড়া এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে সেবামুলক প্রতিষ্ঠান সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাস সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান , সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংবাদিক বাদশা ভূঁইয়া , প্রকল্পের উপদেষ্টা কমিটির সদস্য পাষ্টর খোকন রায় প্রমুখ সহ শিক্ষার্থীর অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
শিশু দিবসে ১৮১ জনের মধ্যে মেরিল সাবান, চাকা সুপার হোয়াইট , হোয়াইট প্রাস টুথ পেস্ট,মেরিল পেট্রোলিয়াম জেলি, ৭৬ জন অপুষ্ট শিশুদেরকে হরলিক্স , মনিমিক্স, প্রতিজন কে ৩০টি করে ডিম, এবং ৩০ জনের মধ্যে ৩০টি ছাগল , ১৮১ জনকে দুপুরের খাবার হিসেবে চিকেন পোলাও এবং ৩০ জন শিক্ষাথী চিত্রাঙ্গন প্রতিযোগীতার অংশ গ্রহনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.