দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

জামালপুরে কৃষকদের মাঝে জিংক ধানের বীজ বিতরণ

0

শরিফ মিয়া:খাদ্য নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের পুষ্টি উন্নয়নের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের সহোযোগীতায় বিংগস প্রকল্পের
আওতায় হারভেস্টপ্লাস এর উদ্যোগে জিংক ধানের উপর আলোচনা সভা ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার ইসলামপুর উপজেলায়, পার্থশী ইউনিয়নের সুরেরপাড় গ্রামে আলোচনা সভা ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন মোঃ ইদ্রিস আলী মাষ্টার। প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান,এস এম জামাল আব্দুল নাছের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হারভেষ্টপ্লাস
বিংগস প্রজেক্ট এর কো-অর্ডিনেটর কৃষিবিদ মো: হাবিবুর রহমান খাঁন,উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রোজিনা আক্তার চায়না।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা,মোঃ ইব্রাহিম,এছাড়াও হারভেস্টপ্লাস বিংগস প্রজেক্ট এর ডিপ্লোমা কৃষিবিদ সুব্রত রায়,ডিপ্লোমা কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, হারভেষ্টপ্লাস
এর প্রজেক্ট অফিসার কৃষিবিদ পলাশ চন্দ্র গোস্বামী। আলোচনা সভায় বক্তারা
বলেন, জিংক ধানের ভাত খেলে ছেলে মেয়েরা খাটো হয়না, ক্ষুদা মন্দা দূর এবং শিশুদের মেধা বিকাশ হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গর্ভবতী মা ও কিশোর কিশোরীদের শারিরীক দুর্বলতা হয়না। যেহেতু জিংক
সমৃদ্ধ ধান উচ্চ ফলনশীল এবং এর মধ্যে উচ্চ মাত্রায় জিংক আছে, তাই বক্তারা এই ধানের চাষাবাদ
সম্প্রসারণ ও এর ভাত খাওয়ার পরামর্শ দেন। বীজ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ৩৩০ জন
কৃষক-কৃষাণীর মাঝে ৪ কেজি করে বিএডিসি’র ভিত্তিবীজ বিতরণ করা হয়। আয়োজক সংস্থা জানায়,
জামালপুর জেলায় চলতি ২০২১-২০২২ বোরো ও রবি মৌসুমে, ৭,৮০০ জন কৃষক-কৃষানীদের মাঝে জিংক
সমৃদ্ধ ধান, গম ও মসুরের বীজ বীনামূল্যে বিতরণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.