দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

প্রশংসায় ভাসছেন ধনবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ ও তার কলেজ

0

 জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী)

টাঙ্গাইল জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পর্যায়ে নানা ক্যাটাগরিতে এর শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ । ধনবাড়ী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছে কলেজ টি।প্রতিষ্ঠান প্রধান হিসেবে (কলেজ) নির্বাচিত হয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অত্র কলেজের অধ্যক্ষ, ইকবাল হোসেন তালুকদার । এছাড়া শ্রেষ্ঠ শ্রেণি (কলেজ) শিক্ষক নির্বাচিত হয়েছেন একই কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেহেরুল কবীর শ্রেষ্ঠ শিক্ষার্থী নুসরাত জাহান নদী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এ তথ্য জানা যায়। এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ উপলক্ষে আয়োজিত বাংলা রচনা প্রতিযোগিতা , ইংরেজি বক্তব্য,, বিতর্ক (একক) , রবীন্দ্র সঙ্গীত,লোকসংগীত, জারিগান, লোকনৃত্য, কেরাত,হামদ/ নাত, বাংলা রচনা প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয়। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন তালুক বলেন, অত্র কলেজের শিক্ষক মন্ডলীর আন্তরিক প্রচেষ্টায় একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকলের সহযোগিতায় আজকে এ অর্জন সম্ভব হয়েছে। আশা করি আগামীতে এর ধারা অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাবো। তিনি আরও জানান, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলার কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত খেলাধুলা, রোভার স্কাউটস, বিএনসিসি,সাংস্কৃতিক ও সাহিত্য চর্চায় প্রতিষ্ঠানটি সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করে আসছে ।ভবিষ্যৎ এ লেখাপড়ার গুণগত মান উন্নয়ন ও বৃদ্ধির জন্য একাডেমিক ভবন আধুনিকায়ন, ল্যাব আধুনিকায়ন এর কাজ চলছে। । আগামীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক ( এমপি) এর সহযোগিতা নিয়ে কলেজের সকলের প্রচেষ্টায়, এলাকার স্থানীয়দের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির, পাশাপাশি কলেজের সুনাম বৃদ্ধি করতে তার চেষ্টার কোন কমতি থাকবে না বলে তিনি উল্লেখ করেন। কলেজের চলমান কাজগুলো যথাযথভাবে শেষ হলে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সক্ষম হবে। তিনিও সকল কে সাথে নিয়ে অত্র কলেজ কে একটি আদর্শ, মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে সেই সাথে, অত্র প্রতিষ্ঠান কে এলাকায় আলোকিত মানুষের গড়ার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন । উল্লেখ যে কলেজটি এ বছর এইচ এস সি পরীক্ষায় অংশ নিয়ে উপজেলার শীর্ষ স্থান দখল করে। এছাড়াও প্রশাসনিক দক্ষতা, আর্থিক শৃঙ্খলা, পাঠ্যপুস্তুক প্রণয়ন, পেশাগত,গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, আইসিটি বিষয়ে দক্ষতা, সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস ও স্বাস্থ্য বিধি অনুযায়ী বিদ্যালয় পুনঃ সজ্জিতকরণ,গুনগত শিক্ষায় উদ্ভাবনী, সৃজনশীল উদ্যোগ ও উত্তমচর্চার নিদর্শন, মুক্তিযোদ্ধার সন্তানদের সনদ যাচাইপূর্বক নাম্বার প্রদান করা এবং প্রতিষ্ঠানের দৃশ্যমান উন্নয়ন ও গুনগত পরিবর্তনসহ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনা মূল্যায়ন করা হয়। প্রায় ৪ বিঘা জমির উপর অবস্থিত বহুতল ভবনে নান্দনিক পরিবেশে প্রতিষ্ঠিত কলেজ টি।

Leave A Reply

Your email address will not be published.