দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নান্দাইলের সাংবাদিক সমাজ

0

 

এইচ এম মিজান তালুকদার হারুন
নান্দাইল ময়মনসিংহ

জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে আজ শনিবার (১৭ জুন) দুপুরে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে নান্দাইলের সকল প্রেসক্লাবের সাংবাদিকরা।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, শামসুজ্জামান বাবুল, আহসান মাহমুদ কাদের ভূইয়া, জহিুরুল ইসলাম লিটন, সাইদুর রহমান, আকরাম হোসেন, আবু হানিফ সরকার, এ হান্নান আল আজাদ সহ প্রমুখ।

এ সময় সাংবাদিকরা বলেন জামালপুরের বকশীগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে প্রকাশ্য পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, এ হত্যাকান্ডের মূলহোতা মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার সাথে আরো যারা জড়িত রয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় এনে খুনিদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।

বক্তারা বলেন-শুধু সাংবাদিক গোলাম রাব্বানীকে নয়, সারা দেশ জুড়ে চলছে সাংবাদিক হত্যা।
সবধরণের হয়রানি মূলক মামলা, হামলা, অত্যাচার সহ অবিচারের সম্মুখীন হচ্ছে সাংবাদিকরা।
অথচ সাংবাদিকদের কে বলা হয় জাতির বিবেক, জাতির আয়না, জাতির চতুর্থ স্তম্ভ ইত্যাদি।
অথচ মহান এই পেশাটির সাথে যারা জড়িত তাদের কণ্ঠনালী চেপে ধরার জন্য, সারা দেশব্যাপী মেতে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অভিসপ্ত ব্যক্তি, কালোবাজারি, ভূমিখেকু, বালু সেন্ডিকেডিসহ জুয়ারী নারীলোভি ও সন্ত্রাসীরা।
এদের অপকর্ম, অন্যায়-অপরাধ নিয়ে পত্র-পত্রিকা সহ টেলিভিশনগুলোতে নিউজ প্রকাশিত হলেই তারা সাংবাদিকদের বিরোদ্ধে ক্ষেপেজান।
শুরু করেন কালুটাকা ও ক্ষমতার বাহদূরী।
আবার দেখাযায় এদের বিরোদ্ধে অসংখ্য নিউজ হলেও তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়না।
ফলে তাদের বেপরোয়াত্ব দিন দিন বেড়েই চলছে, নাদিম হত্যাও তারি বহির্প্রকাশ।

অপরদিকে সাংবাদিকদের বেলায় বিষয়টি অন্যরকম, একটু ১৯ থেকে ২০ হলেই তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হয় না বিষয়টি অতীবও দুঃখ জনক।
এদিকে সাংবাদিকদের সায়েস্তা করতে ডিজিটাল নিরাপত্তা আইন, মিথ্যা মামলায় ফাঁসানোসহ চলে হামলা-মামলা।
সাংবাদিকরা এর প্রতিকার ও নিজেদের জান-মালের নিরাপত্তা চায়।

Leave A Reply

Your email address will not be published.