দৈনিক নবতান
জনতার সংসদ

জামালপুর জেলা যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0

জামালপুর প্রতিনিধি
১৫ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড, জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, ৭৫-এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দেওয়া আদালতের দণ্ডাদেশ কার্যকরের দাবি এবং কানাডা ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মানবন্ধন করেছে জামালপুর জেলা যুবলীগ।

শুক্রবার (৪আগস্ট) সকালে শহরের দয়াময়ী মোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, পৌর আওয়ামী লীগের সদস্য পরিতোষ পন্ডিত, জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম টুরু, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম মারুফুর রহমান সুমন, মামুন হোসেন পিপুল, সাংগঠনিক সম্পাদক আল আমিন, শাহাবীর ইসলাম দোলন, মাহমুদুল হাসান সরকার মাসুম, সহ-সম্পাদক সুজাউদ্দৌলা সুজন, সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রীয় মদদে সেই বিএনপি-জামাত জোট গ্রেনেড হামলা চালিয়েছিল। সেদিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার নীলনকশা করেছিল এই তারেক রহমান। সেদিন শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকান্ডের মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে তার সাজা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। একই সাথে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি জানান।

মানববন্ধন শেষে সার্কিট হাউজে জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
মানববন্ধনে জেলা যুবলীগ ও শহর যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.