দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

সরকারী নিষেধাঞ্জা থাকার পরও সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে চোরাই পথে

0

জৈন্তাপুর সিলেট প্রতিনিধি

 

সরকারী নিষেধাঞ্জা থাকার পরও সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে চোরাই পথে বাংলাদেশে আসছে ভারতীয় গরু-মহিষ,চিনি,কমমেট্রিকসসহ বিভিন্ন ব্যান্ডের পণ্য সামগ্রী দেশীয় হাট-বাজার গুলোতে সয়লাভ করেছে।
এতে দেশীয় গরু-মহিষ ও বিভিন্ন পণ্যের ন্যায্য মুল্য নিয়ে বিপাকে পড়েছে স্থানীয়।অবৈধ গরু-মহিষ পাচার বন্ধে বিজিবির,নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে রাতের আধারে ভারত থেকে চোরাই পথে শত-শত গরু-মহিষ বাংলাদেশে আনছে একটি সঙ্গবদ্ধ সিন্ডিকেট। সরকারী নিষেধঞ্জা থাকলেও কখনো আইনশৃঙ্গখুলা রক্ষাকারী বাহেনীর চোখ ফাকি দিয়ে আবার কখনো প্রভাবশালীদের যুগসাজসে আনা হচ্ছে এসব গরু-মহিষ চলছে গবাদি পশুর রমরমা বাণিজ্য।গোয়াইনঘাটের তামাবিল,নলজুরী,সংগ্রামপুঞ্জি,প্রতাপপুরপুঞ্জি,জৈন্তাপুরের আলু বাগান,মোকামপুঞ্জি,শ্রীপুরসহ একাধিক সীমান্ত পয়েন্ট দিয়ে বিপুল সংখ্যক ভারতীয় গরু-মহিষসহ বিভিন্ন ব্যান্ডের পণ্য বাংলাদেশের হাটবাজার গুলোতে সয়লাভ করে দেশীয় গরু-মহিষ’র খামারী ও দেশীয় পণ্য বিক্রেতারা ন্যায্য মুল্য নিয়ে বিপাকে পড়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।তবে চোরাকারবারীরা বলছে দেশের অর্থনৈতিক সংকটাপন্ন হওয়ায়,পরিবার-ও সংসারের চাহিদা পূরণে প্রভাবশালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম-রফিকের ছত্রছায়ায় এসব অবৈধ কর্মকান্ডে জড়াচ্ছেন।সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর ও গোয়াইনঘাটের সীমান্ত এলাকার চোরাচালান বন্ধে বিজিবি ও স্থানীয় পুলিশ প্রশাসন যথাযথ ব্যাবস্থা নিবেন,এমন প্রত্যাশা এলাকাবাসীর।

Leave A Reply

Your email address will not be published.