দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা পেলেন তানজিন তিশা

0

নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কর্তৃক ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অভিনেত্রীর হাতে এ সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গতকাল শনিবার (২৬ আগস্ট) ঢাকার একটি হোটেলে পঞ্চমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তানজিন তিশাসহ ১২ জন নারীকে এ সম্মাননা দেওয়া হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে ও বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সমন্বয় বিভাগের উপপ্রধান করিন হেনচোজ পিগনানি।

তানজিন তিশা

জেসিআই কর্তৃক জানানো হয়, পুরস্কারপ্রাপ্ত নারীরা তাদের নেতৃত্বগুণ, লক্ষ্যের প্রতি অসামান্য উৎসর্গ এবং অগণিত মানুষকে তাদের কাজের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন।

নারীর প্রতি সম্মান জানিয়ে এমন সম্মাননা প্রদান করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তানজিন তিশা বলেন, ‘‘উইমেন অব ইন্সপিরেশন’-এই সম্মাননাটা সত্যিকার অর্থেই নারীদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও ভালো কিছু করতে উৎসাহিত করবে। অন্যান্য অনেক সম্মাননার চেয়ে এটা অনেক আলাদা এবং সম্মানের। বিনোদন অঙ্গনে আমার অবদানকে মূল্যায়ন করে এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা প্রদান করায় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ।’

এ বছর পুরস্কারপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে ছিলেন একাডেমি ক্ষেত্রে মুনজেরিন শহীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সারাবন তহুরা তুরিন, বাণিজ্য ক্ষেত্রে ফাদিয়া খান, করপোরেট ক্ষেত্রে ফারহা নাজ জামান, খেলাধূলায় রূপনা চাকমা, স্টার্টআপ ক্ষেত্রে সাদিয়া হক, শিল্প ও সাহিত্য ক্ষেত্রে রোকেয়া সুলতানা, ব্যাংকিং ক্ষেত্রে নুরুন নাহার বেগম, চিকিৎসা উদ্ভাবনে ডা. সায়েবা আর্থতার, উঠতি নারী নেতৃত্বে শবনম ওয়াজেদ এবং আজীবন অর্জনে দিলারা জামান।

Leave A Reply

Your email address will not be published.