দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বান্দরবান জেলা পরিষদ ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ

0

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কম্পিউটার অপারেটর হয়েও উচিং মং ৯ বছর ধরে প্রশাসনিক কর্মকর্তার চেয়ারে বসে দায়িত্ব পালন করছেন।‘প্রশাসনিক কর্মকর্তা’ পদ ব্যবহার করে নানা পথে কামিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। ক্ষমতার প্রভাব খাটিয়ে বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নে সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে তুলেছেন ইটের ভাটা। এ ছাড়াও নামে-বেনামে অনেক সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করেছেন সহকর্মীরা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক পার্বত্য জেলা পরিষদের কয়েকজন কর্মচারী বলেন, উচিং মং মূলত কম্পিউটার অপারেটর পদের একজন কর্মচারী। প্রশাসনিক কর্মকর্তা অবসরের যাওয়ার পর তিনি
২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি ভারপ্রাপ্ত না লিখে ‘প্রশাসনিক কর্মকর্তা’ লিখে আসছেন। এমনকি কর্মকর্তার নামের তালিকার বোর্ডেও ভারপ্রাপ্ত লেখেননি এতদিন। সাংবাদিকরা তথ্য নিচ্ছেন জেনে তড়িঘড়ি করে ভারপ্রাপ্ত লিখেছেন বোর্ডে। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতিরও অভিযোগ করেছেন সহকর্মীরা।

 

তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা উচিং মং বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তার পদ ব্যবহার করছি এতে প্রতিষ্ঠানের কারও কোনো সমস্যা নেই, আপনাদের এত
মাথাব্যথা কেন? প্রতিষ্ঠান চাচ্ছে তাই আমি কাজ করছি।’দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্পদ তো অনেকেই করেছে। বললে অনেক কথাই বলা যায়। আমিও অনেক টাকা কামিয়েছি, অনেক সম্পদ করেছি লিখে দিন। কিন্তু প্রমাণ করতে পারবেন না।’

এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রশাসনিক কর্মকর্তা অবসরের পর থেকেই পদটি শূন্য। ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন উচিং মং। ভারপ্রাপ্ত হলে ভারপ্রাপ্ত অবশ্যই লিখতে হবে, প্রশাসনিক কর্মকর্তা লিখার সুযোগ নেই। ওই পদে লোক চাচ্ছি। কিন্তু নানা সীমাবদ্ধ রয়েছে। চাইলেও অনেক কিছু করা সম্ভব হয়ে উঠে না।

 

Leave A Reply

Your email address will not be published.