দৈনিক নবতান
জনতার সংসদ

সিলেট জেলা পুলিশ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় চার জেলার মধ্যে শ্রেষ্ঠ;বিশেষ পুরস্কারে ভূষিত হলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন

0

মো.দুলাল হোসেন রাজু,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধ: সিলেট রেন্জে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষা,ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টম্বর ২০২৩ইং  বৃহ:প্রতিবার সকালে সিলেট রেন্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) শাহ মিজান শফিউর রহমান বিপিএম(বার)পিপিএম সেবা’র সভাপতিত্বে  ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত হয়।সভায় গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত  সর্বচ্চ সংখ্যক,মামলা নিষ্পত্তি,চোরাচালান প্রতিরোধ,মাদকের উপর জিরো টলারেন্স,থানা এলাকায় দালাল মুক্ত পরিবেশ সৃষ্টি, সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে সিলেট জেলা পুলিশ চার জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সিলেট জেলা পুলিশ এমন সাফল্য অর্জন করায় বিশেষ পুরস্কারে ভূষিত হলেন সিলেট জেলা পুলিশ সুপার মুহাম্মদ:আব্দুল্লাহ আল মামুন। তিনি সিলেট জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানেরর পর থেকেই এ জেলার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রতিটি থানা এলাকায় দালাল মুক্ত হয়েছে।,এখন সাধারণ মানুষও থানায় গিয়ে  কোন প্রকার টাকা পয়সা ছাড়াই থানায় গিয়ে জিডি করতে পারে। সাধারণ মানুষ যে কোন বিষয়ে পরামর্শের জন্য পুলিশ সুপারকে টেলিফোনে করলে শত ব্যাস্ততা মধ্যেও ফোন রিসিভ করে কথা বলেন এবং সঠিক পরামর্শ দেন।মানবিক পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ১৯অক্টম্বর রোজ বৃহ:প্রতিবার সকালে সিলেট রেন্জের উপ মহাপুলিশ পরির্দশক (ডিআইজি) শাহ মিজান শফিউর রহমান’ বিপিএম(বার)পিপিএম সেবা’র কার্যালয়’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা থেকে বিশেষ পুরস্কারটি গ্রহন করেন।

Leave A Reply

Your email address will not be published.