দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ধনবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস উদযাপন

0

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল

টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত।রবিবার ১০(ডিসেম্বর)দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলন,একটি শোভা যাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধাকমান্ড আয়োজিত ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন মুক্তিযোদ্ধা কমান্ডার এর সভাপতিত্বে সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার আনুয়ার হোসেন কালু সঞ্চালনায়, উপজেলা অডিটোরিয়ামে শোভা যাত্রা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,
ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন,বীর মুক্তিযোদ্ধা ধনবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান শামসুল হুদা, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সভাপতি জীবন মাহমুদ শক্তি, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসের সিএ আলমগীর, ধনবাড়ী থানার (ওসি) তদন্ত মোঃ ইদ্রিস আলী, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমাদ আল ফরিদ,
ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন এসময় ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সকল সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারের কবল থেকে মুক্ত হয় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা।দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা যুদ্ধে এ উপজেলার মুক্তিযোদ্ধারা বিশেষ অবদান রাখে এই এলাকা শত্রুমুক্ত করতে।

তাঁরা পাকিস্তানি বাহিনীর গোলা বারুদ ও আধুনিক অস্ত্রশস্ত্র কব্জা করে মুক্তিযুদ্ধের নতুন দিগন্তের সূচনা করেন।

Leave A Reply

Your email address will not be published.