দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ধনবাড়ী বাসষ্ট্যান্ডে সিদ্ধ ডিম আশি টাকা হালি বিক্রি হচ্ছে

0

মো: জাহিদ সরকার

(ধনবাড়ী প্রতিনিধি)

টাঙ্গাইলের ধনবাড়ী বাসষ্ট্যান্ডে মুরগির ডিম বাজার থেকে চল্লিশ টাকা হালি কিনে এনে শুধু মাত্র একটু গরম পানিতে সিদ্ধ করেই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে । পথচারীরা প্রতিটি সিদ্ধ ডিম পনের টাকা হিসেব করে খাওয়ার পর দোকানিরা ডিম প্রতি বিশ টাকা আদায় করছে। এতে শীতের সময় সিদ্ধ ডিম খাওয়ার ইচ্ছা থাকলেও অস্বাভাবিক মূল্যের জন্য মানুষ বঞ্চিত হচ্ছে । সন্ধ্যায় বাসষ্ট্যান্ডের সব কয়েকটি দোকান ঘুরে একই চিত্র দেখা গেছে ।
অথচ ধনবাড়ীর অন্যান্য এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে রাস্তার ধারে বা টং ঘরে চা বা পিঠার দোকানে সিদ্ধ ডিম পনের টাকা পিছ বা ষাট টাকা হালি দরে বিক্রি হচ্ছে । দশ টাকার ডিম সিদ্ধ করে পনের টাকা বিক্রি করলেও চার/পাঁচ টাকা লাভ হয় । সারাদিন একশত ডিম বিক্রি করলেই চার/পাঁচ শত টাকা পকেটে উঠে যা স্বাভাবিক। কিন্তু দশ টাকার ডিম সিদ্ধ করলেই বিশ টাকা বা আশি টাকা হালি বিক্রি করাটা অন্যায় । এ বিষয়ে ধনবাড়ী বাসষ্ট্যান্ডে পথচারীরা অসন্তোষ প্রকাশ করেছেন । বিষয়টা তুচ্ছ মনে হলেও অন্যায়টা বড় যা আমলে আনা দরকার বলে মনে করেন অনেকেই ।

Leave A Reply

Your email address will not be published.