মো: জাহিদ সরকার
ধনবাড়ী প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বনামধন্য কবি বিশ্বজিৎ কুমার দাসের ‘অবেলার হাসি’ নামক একক কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে গত শুক্রবার ০৫/০১/২০২৪ইং তারিখে । ধনবাড়ী উপজেলার কেন্দুয়া বাজারের নতুন কুঁড়ি স্কুলে ঝিনাই বৈরান সাহিত্য আসরে কাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচিত হয় । এসময় টাঙ্গাইল ও জামালপুর জেলার অনেক কবি সাহিত্যিক , শিক্ষক ,গুনীজন এবং সাংবাদিক উপস্থিত ছিলেন । সবার উপস্থিতিতে কবি বিশ্বজিৎ কুমার দাস অবেলার হাসি কাব্য গ্রন্থের প্রথম কাব্য ‘হে বিদ্রোহী কবি ‘ আবৃত্তি করে শুনান । কাব্য গ্রন্থটিতে মোট বাহাত্তর টি কবিতা আছে । দেশ বাংলা প্রকাশন থেকে প্রকাশক মোঃ মজিবুর রহমান আশি পৃষ্ঠার এই কাব্য গ্রন্থের শুভেচ্ছা মূল্য ২৫০ টাকা নির্ধারণ করেছেন। ‘অবেলার হাসি’ কাব্য গ্রন্থটির প্রচ্ছদ করেছেন হাসনাত সাইফুল। মক্কা প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত কাব্য গ্রন্থটি কবি বিশ্বজিৎ কুমার দাস উনার পিতা মতিলাল দাস এবং মাতা শ্রীমতির নামে উৎসর্গ করেছেন। ফেব্রুয়ারী মাসে ঢাকায় আয়োজিত এবারের বই মেলায় কবি বিশ্বজিৎ কুমার দাসের প্রথম প্রকাশ ‘অবেলার হাসি’ কাব্য গ্রন্থটি পাওয়া যাবে ।