সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে থেমে থেমে গোলাগুলি চলছে। বিপাকে আছে এসএসসি পরীক্ষার্থীরা। রোববারও সারাদিন দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮ টা ৫০ মিনিট থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এর আগে শুক্রবার রাত ২টা থেকে টানা শত রাউন্ড গুলির আওয়াজ শুনেছেন তারা। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকাল ৮টার দিকে তারা বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ শুনতে পান তেতুলতলা, পশ্চিম তুমব্রু, ক্যাম্প পাড়া ও তুমব্রু বাজার পাড়াসহ আশপাশে স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, গোলাগুলির শব্দে আবারও আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে চিন্তিত। কেননা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু। তিনি বলেন, এখনো তুমব্রু রাইট ক্যাম্প কেন্দ্রিক গোলাগুলি হচ্ছে।