দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ঢাকায় পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাসকপের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

0

স্টাফ রিপোর্টার,ঢাকা:আজ ২৩ শে মার্চ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও ইফতার মাহফিলের অনুষ্ঠান বাসকপের পল্টনের নিজ অফিসে অনুষ্ঠিত হয়েছে। বাসকপের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম এর সভাপতিত্বে ও অতিরিক্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাসকপ এর মহাসচিব মোঃ সালেহ আহম্মদ। উক্ত অনুষ্ঠানে বাসকপ এর অতিরিক্ত মহাসচিব আল-আমিন শাওন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (বাংলাদেশ চ্যাপ্টার) এর সাংগঠনিক সম্পাদক এবং বাসকপের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন হৃদয় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন(বাংলাদেশ চ্যাপ্টার)এর প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় বাসকপ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবর্ধনার মাধ্যমে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও কেন্দ্রীয় ও জেলা শাখা বাসকপ এর বিভিন্ন নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাসকপ এর কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মোহা. খোরশেদ আলম, মনজুর হোসেন ঈসা, মিলন মল্লিক, যুগ্ম মহাসচিব মো. ছানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন হৃদয়, দপ্তর সম্পাদক মো. শামীম হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য রুবিনা শেখ, নিপা আক্তার, সামুন হাছান রুবেল, রাজু, ঢাকা জেলা শাখা বাসকপ এর সভাপতি এসএম আবুল কালাম আজাদ, কার্যকারী সভাপতি মো. মিন্টু আলম, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক মো: মাছুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু কাউসার মিঠু, সাংগঠনিক সম্পাদক ফারজানা শারমিন, দপ্তর সম্পাদক মো. চপল সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শহিদুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কুতুব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নুর মোহাম্মদ, প্রকাশনা সম্পাদক কাজল আক্তার মায়া, নোয়াখালী জেলা শাখা বাসকপ এর মহিলা বিষয়ক সম্পাদক পূর্ণিমা আক্তার প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বাসকপ’কে কল্যাণমূখী এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকান্ডের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌছে দেয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তারা বলেন, বাসকপ এর মাধ্যমে আমাদের মাঝে যে বন্ধন সৃষ্টি হলো, এই বন্ধন আজীবন থাকবে, ইনশাআল্লাহ। সুখে-দুখে সবাই মিলে মিশে থাকবো। সংগঠনকে সারা দেশে এগিয়ে নিয়ে যাবো। সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য এবং কল্যাণে কাজ করবো। বক্তারা আর ও বলেন, দীর্ঘ পরাধীনতার শৃংখল ভেঙে বাঙালি জাতি ১৯৭১ সালের এই মাসে কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের চুড়ান্ত ধাপ হচ্ছে মুক্তিযোদ্ধ।জাতির পিতা শেখ মজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে বীমা শিল্পের অনেক অবদান আছে। শেখ মজিবুর রহমান ১৯৬০ সালের ১ লা মার্চ মাসে আলফা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি তে ছদ্মবেশে রাজনীতি করার উদ্দেশ্যে জেনারেল ম্যানেজার পদে যোগদান করেন। তারপর মেয়র হানিফকে পি,এস হিসাবে ও তাজউদ্দীন আহমদকে বীমা পেশায় যোগদান করেন। বঙ্গবন্ধু বীমা প্রতিষ্ঠানের অফিসে বসেই ৬ দফা লিখেন। যা আমাদের স্বাধীনতার দাবিকে আরও মজবুত করেছিল। অই দিনটাকে স্মরণীয় করে রাখতে জাতির জনক বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০২০ সালে ১ লা মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করেন। এ বছর বীমা দিবসের প্রতিপাদ্য ছিল-“করবো বীমা গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ।” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিসদ(বাসকপ) ৩২ বছরের ঐতিহ্যবাহী সংগঠন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে বাসকপের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক জনাব,এটিএম মমতাজুল করীম সংগঠনের সকল সাংবাদিক সদস্যদের গ্রুপবীমা ও স্বাস্থ্য বিমার আওতায় আনার জন্য আলোচনা সভায় একমত পোষণ করেন।

Leave A Reply

Your email address will not be published.