দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

সড়ক গলছে দুর্নীতির জন্য, তাপমাত্রার জন্য নয়।

0

মতিন বিশ্বাস,ঢাকা:
দু*র্নীতির জন্য সড়ক গলছে,তাপমাত্রার জন্য নয়। সোস্যাল মিডিয়ায় রাস্তার সড়ক তাপমাত্রার জন্য গলছে সেটা ভুল তথ্য, আসল তথ্য হচ্ছে,
বিটুমিনের(Bitumen) রাস্তা ৯০ ডিগ্রী সেলসিয়াসেও গলবে না।মূলত বিটুমিনের পরিবর্তে কমদামী টার(Tar) ব্যবহার করলে;গরমে রাস্তার পিচ গলে যায়।কারণ জ গলনাংক(melting point) মাত্র (৪২-৪৬)ডিগ্রী সেলসিয়াস।কিন্তু বিটুমিনের সবোর্চ্চ গলনাংক (১০০-১৫০) ডিগ্রী সেলসিয়াস।

আগে ৩০-৩২ ডিগ্রি তাপমাত্রা সহনীয় ৮০-১০০ গ্রেডের বিটুমিন ব্যবহার করা হতো।তবে এখন ৬০-৭০ গ্রেডের পিচ ব্যবহার করা হয় যা ৪৮ ডিগ্রি তাপমাত্রায় গলে যায়।
[ বি.দ্র: রোড কনস্ট্রাকশন এর জন্য যে বিটুমিন ব্যবহার করা হয় তার 16টি গ্রেড রয়েছে। ]

তাই বায়ুর তাপমাত্রা যতই হোক বিটুমিনের তৈরি রাস্তার পিচ গলবে না,পিচ গলে যায় কমদামী টার ব্যবহারের কারণে অথবা টার ও বিটুমিনের সংমিশ্রণ ব্যবহারের ক্ষেত্রেও হতে পারে।

The melting point of bitumen is around 120-150°C.The melting point of tar is around 42-46°C.

Leave A Reply

Your email address will not be published.