দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা নিয়ে ধুমজাল

0

স্টাফ রিপোটার : জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নিতীমুলক নানা অভিযোগ এনে মেম্বারদের অনাস্থা নিয়ে ধুমজাল সৃষ্টি হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থাকে রাজনৈতিক,সরকারী বরাদ্ধ নিয়ে দ্বন্দ, প্রতিহিংসামুলক জনস্বার্থ বিরোধী , পদলোভীদের ষড়যন্ত্র বলে মন্তব্য করছেন স্থানীয় সুধী ও সর্বস্তরের সচেতন জনগন। এ নিয়ে ডোয়াইল ইউনিয়ন পরিষদের আওতাধীন সর্বস্তরের জনসাধারণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বপন কে অনান্থা প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার (৩০ মে) ডোয়াইল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনাস্থা প্রস্তাব সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনাস্থা প্রস্তাব সভায় অনাস্থার পক্ষে মতামত প্রদান করেন, ডোয়াইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা (১,২,৩)আসনের সদস্য নুরুন্নাহার আক্তার, (৪,৫,৬) সংরক্ষিত মহিলা আসনের সদস্য ডলি আক্তার,৪ নং ওয়ার্ডের সদস্য ফরহাদ হোসেন শিমুল,৫ নং ওয়ার্ডের সদস্য আজহারুল ইসলাম,৬ নং ওয়ার্ডের সদস্য মিল্টন মিয়া, ৭ নং ওয়ার্ডের সদস্য আফজাল হোসেন, ৮নং ওয়ার্ডের সদস্য কবির হোসেন, ৯ নং ওয়ার্ডের সদস্য সৈকত হোসেন ।
সভায় অনাস্থা প্রস্তাবের বিপক্ষে মতামত প্রদান করেন ডোয়াইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল হক,৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালেব সহ ৩ জন। ডোয়াইল ইউনিয়ন পরিষদের ৮ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাবে সর্মথন করেছেন এবং অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ৩ জন এবং ইতিপূর্বে অপর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক অনাস্থা প্রস্তাবের পক্ষে থাকলেও বিশেষ সভায় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর পক্ষে চেয়ারম্যান এর মুঠো ফোনে অনাস্থার বিপক্ষে মতামত পেশ করেছেন বলে সভায় উল্লেখ করেছেন। উক্ত অনাস্থা প্রস্তাব সভায় সভাপতিত্ব করেন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হাফিজা আক্তার। এ সময় চেয়ারম্যানের বিরুদ্ধে দূনির্তীমুলক অভিযোগে ইউপি সদস্যদের আনীত অভিযোগের তদন্তের তদন্তকারী কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পলাশ কান্তি দত্ত উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, ইউপি সদস্যগন কাদা ছুড়াছুডি না করে অন্যর দ্বারা প্রভাবিত না হওয়ার আহব্বান জানিয়ে জনগনের স্বার্থে এক হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, অনাস্থা প্রস্তাবে ইউপি সদস্যগুলোকে মানষিক চাপ প্রয়োগ করে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করাচ্ছে যা আমার পরিষদের সদস্যদের মলীন চোখ ও মুখ প্রমান করেছে।

Leave A Reply

Your email address will not be published.