সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
নিলফামারীর কিশোরগঞ্জে কুষ্ঠ হাসপাতালের জায়গায় হোটেল, দোকানসহ বাড়ি কিছু সীমানা প্রচীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৬৯ শতাংশ জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ) দুপুরে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, কিশোরগঞ্জ থানা মোড় এলাকায় দীর্ঘদিন ধরে কুষ্ঠ হাসপাতালের ৬৯ শতাংশ জমিতে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ করা হলেও স্থাপনা সরিয়ে নেয়নি। দোকান,হোটেলসহ বাড়ির প্রাচীর কিছু অংশ উচ্ছেদ করে জমি উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল মামুন জানান, কিশোরগঞ্জ বাজার সংলগ্ন থানা মোড় এলাকায় কুষ্ঠ হাসপাতালটি জায়গা দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল দখল করে রেখেছিল। দখলকৃত জায়গায় স্থাপনাগুলো আজ ভেঙে দিয়ে ৬৯ শতাংশ জমি বের করেছে প্রশাসন।
অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মঈন খান এলিস।
তিনি জানান, কুষ্ঠ হাসপাতালের জামিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়। কিন্তু স্থাপনা সরিয়ে না নেয়াই উচ্ছেদ করা হয়।