এস.এম আব্দুর রাজ্জাক:
টাঙ্গাইলের ধনবাড়ী থানাধীন যদুনাথপুর ইউনিয়ন আমিরপুর উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে পাকা রাস্তার উপর অপরিশোধীত চোরাই কাঁচা রাবার ভর্তি ১টি মিনি ট্রাকসহ ৪ জন চোর কে আটক করেছে ধনবাড়ী থানা পুলিশ।
গোপন সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস.এম শহিদুল্লাহ নেত্বিতে ধনবাড়ী থানার এসআই আলমাস আল রাজী, সঙ্গীয় অফিসার এএসআই সনজিৎ কুমার বর্মন, কনস্টেবল মোঃ নুরুল ইসলাম, কনস্টেবল ইমরান হাসান, কনস্টেবল আমিনুর ইসলাম, উপস্থিতি টের পাইয়া ট্রাকের উপর ও ভিতরে থাকা কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার- ফোর্সদের সহায়তায় ঢাকা মেট্রো ন-১৩-৭৭৬০ মিনি ট্রাক ধনবাড়ী থানা, ধৃত আসামী ১। তোফাজ্জল (৩৫), পিতা-সোলাইমান, সাং-চাঁদপুর (ফুলবাগচালা), থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইল, ২। মোঃ আঃ রশিদ (৩৫), পিতা-মৃত হাসমত আলী, সাং-চাঁদপুর, ৩। ইকবাল হোসেন (৩৫), পিতা-হাবিবুর রহমান, সাং-শরিফপুর, উভয় থানা-জামালপুর সদর, ৪। সুজন হোসেন (২৭), পিতা-হাসু মিয়া, সাং-চর দুধিয়াগাছা, থানা-মাদারগঞ্জ, সর্ব জেলা-জামালপুরসহ উদ্ধারকৃত আলামত (ক) ৬০ (ষাট) টি প্লাস্টিকের বস্তা ভর্তি অপরিশোধীত কাঁচা রাবার, যাহার প্রতি বস্তা রাবারের ওজন ৬০ (ষাট) কেজি, সর্বমোট ওজন (৬০×৬০)=৩৬০০ (তিন হাজার ছয়শত) কেজি, যাহার মূল্য অনুমান (৩৬০০×২০০) = ৭,২০,০০০/- টাকা, (খ) ০১টি পুরাতন মিনি ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৩-৭৭৬০ আটক করেন। ধনবাড়ী থানার জিডি নং-৬৬৮, তারিখ-১৬/১১/২০২৪ খ্রিঃ । আসামীগণ দীর্ঘদিন যাবৎ অপরিশোধীত কাঁচা রাবারের চোরাই মালের ব্যবস্যা করিয়া আসিতেছে। আসামীগণ উল্লেখিত রাবার বাগান হইতে কাঁচা রাবার চুরি করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে চোরাই মাল নিজ হেফাজতে রাখিয়া দঃ বিঃ আইনের ৩৭৯/৪১১ ধারায় অপরাধ করিয়াছে। আসামীসহ আলামত জব্দ করিয়া ধনবাড়ী থানায় মামলা দিয়ে আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।