দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

টাংগাইলের গোপালপুরে সন্ত্রাসীদের হাতে নিহত আমিনুল ইসলাম তালুকদার লিক্সন এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন

0

এস,এম আব্দুর রাজ্জাক
টাঙ্গাইলের গোপালপুর হাদিরা ইউনিয়নের সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদার লিক্সন এর ১ম মৃত্যু বার্ষিকী তার নিজ গ্রামের বাড়ী আজগড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল,তাবারক বিতরন অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন আজগড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহুল আমিন, নিহত লিক্সন এর ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন তালুকদার, স্ত্রী মোছাঃ বিলকিছ জাহান,ছেলে বন্ধন তালুকদার, হাদিরা ইউনিয়ন আ‘লীগের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ও শেখ রাসেল স্মৃতি আজগড়া ক্লাবের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম । আজগড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা সহ আ‘লীগের বিভিন্ন নেতাকমীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা জানান, গত বছর ৩১ জুলাই ২০২০ খ্রি: সন্ত্রাসীদের হাতে নিহত হন অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদার লিক্সন। গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন এর সাবেক আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদার লিক্সন কে রাজনৈতিক কারনে স্থানীয় কিছু সন্ত্রসী বাহিনী তার রাস্তা রোধ করে আজগড়া মোড়ের ৫০ গজ র্পূবপাশে র্পূব থেকে উৎপেতে থাকা সন্ত্রসীরা তার পেটে ছুরিমেরে আহত করে । তার ডাকচিৎকারে মোড়ের লোকজন এসে তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তারগন তাকে মৃত্যু ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনায় জরিতদের টাংগাইল জেলা পুলিশের সহযোগীতায় ধনবাড়ী থানা ও গোপালর থানা পুশিল রাত দিন অভিযান চালিয়ে সন্ত্রসীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। সন্ত্রসীরা জেল হাজত বাস করলেও এখনো আতঙ্গ কাটেনি আমিনুল ইসলাম তালুকদার লিক্সন এর পরিবারের সদস্যদের। স্থানীয় লোক জন জানান, আমিনুল ইসলাম তালুকদার লিক্সন কে হারিয়ে আজ আমরা একাকি হয়ে গেছি। আমিনুল ইসলাম তালুকদার লিক্সন ছিলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, সাপ্তাহিক মৌ বাজার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোটার, আজগড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, শেখ রাসেল আজগড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং টাংগাইলের ধনবাড়ী সেন্টাল কো-অপারেটিব লি: এর সাবেক সভাপতি,রান ডেভেলপমেন্ট সোসাইটি‘র প্রতিষ্ঠাতা ভাইচ চেয়ারম্যান, আজগড়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি , সেনেরচর আলিম মাদ্রাসার দাতা সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন অবস্থায় শহিদ হাবিবুর রহমান হল শাখার ছাত্র্র লীগের অন্যতম সদস্য ছিলেন। অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদার লিক্সন এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা করতে গিয়ে লিক্সন এর স্ত্রী বিলকিছ জাহান বলেন আমার স্বামীকে যারা হত্যা করেছে আমার ছেলে কে যারা আজ এতিম করেছে আমি তাদের মৃত্যু দন্ড চাই। আমি এই দেশের রাষ্ট্রনায়ক মাননীয় রাষ্ট্রপ্রতি ও প্রধান মন্ত্রীর নিকট এর ন্যায় বিচার পার্থনা করি। ছেলে বন্ধন তালুকদার, বাবার কথা বলেই কান্নায় ভেঙ্গে পরেন। এমন সময় উপস্থিত সকলেই আবেগে আপ্লোত হয়ে পড়েন। ভাই হত্যার ন্যায় বিচার চান তার ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন তালুকদার। তিনি বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে আমি রাষ্ট্রনায়ক মাননীয় রাষ্ট্রপ্রতি ও প্রধান মন্ত্রীর নিকট তাদের বিচার চাই।

Leave A Reply

Your email address will not be published.