দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

কুমিল্লা দাউদকান্দিতে জমি নিয়ে সংর্ঘষে নিতহ ১ আহত ৭

0

কুমিল্লা প্র্রতিনিধি জানন
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বালিয়াদ্রোন গ্রামের কবির ওরফে কবির মেম্বার ও তার ছেলেরা মিলে প্রতিবেশী সামছুলের পরিবারের সাথে জমি নিয়ে পারিবারিক ভাবে কথাকাটা কাটি হয়। এমন সময় কবির ওরফে কবির মেম্বার ও তার ছেলেরা মিলে প্রতিবেশী সামছুলের পরিবারের লোকজনের উপর হামলা করে। এমন অবস্থায় ঘটনার স্থলেই সামছুলের স্ত্রী তাজমহল ঘটনার স্থলেই একজন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় পারভীন আক্তার,রুমা আক্তার,রবিউল ইসলামসহ ৭ জনকে উদ্ধার করে স্থানীয় লোকজন দাউদকান্দি হাসপাাতালে ভর্তি করান। এর মধ্য্ ৩ জনের অবস্থা বেশী খারাপ হওয়ার কারনে কুমিল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাযায়। এলাকাবাসী জানান কবির গং মিলে অনেক দিন যাবত এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী ও নিরীহ মানুষের উপর অত্যাচার জমি দখল করা সহ নারী ঘটিত নানা ঘটনায় জরিত আছে। আর তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলার সাহস পায়না বলে জানান এলাকার সাধারণ মানুষ। তাদের বিরুদ্ধে কোন প্রকার সঠিক বিচার না হওয়ায় আজ তারা চরম রূপ ধারণ করেছে।
দৌলতপুর ইউনিয়নের রূপকার চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী ও দাউদকান্দির গণমানুষের নেতা উপজেলা চেয়ারম্যান মেজর সুমন এর সু দৃষ্টি আকর্ষণ করছি,দৌলতপুর তথা দাউদকান্দি বাসী। এমন ঘটনা যেন আর দেখতে না হয়। আইনের মাধ্যমে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে করে অদূর ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার কল্পনা ও না করে। বিষয়টি নিয়ে থানায় মামলা করা হবে বলে সামছুলের পরিবারের লোকজন সাংবাদিকদের জানান। অপর দিকে কবির মেম্বার ও তার পরিবারের লোক জন পলাতক থাকায় তাদের বক্তব্য জানাযানি। স্থানীয় অনেক মানুষ জানান কবির মেম্বার আজ খুন করে এরাকায় আর না থেকে যে কোন সময় দেশের বাহীরে চলে যাবে। বিষয়টি স্থানীয় প্রশাসনে হতক্ষেপ কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.