দৈনিক নবতান
জনতার সংসদ

কিশোরগঞ্জে মাগুড়া ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে জাতীয় পার্টির প্রার্থী আখতারুজ্জামান মিঠুর বর্ধিত সভা অনুষ্ঠিত

0

সামসুজ্জামান সুমন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউপি নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিঠুর বর্ধিত সভা করে।গত ৯/১১/২০২১ইং মঙ্গলবার বিকাল ৫টায় মাগুড়া বাসষ্ট্যান্ডে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা রশিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের মাননীয় সাংসদ আহসান আদেলুর রহমান আদেল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কিশোরগঞ্জ উপজেলার শাখার আহবায়ক রেজাউল আলম স্বপন,সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ। উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আখতারুজ্জামান মিঠু।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রায় দুই শতাধিক মটর সাইকেলসহ নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল জাতীয়পার্টির মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিঠুর পক্ষে গণসংযোগসহ প্রচার প্রচারনা চালান। নির্বাচনী আচরণবিধির ৫ অনুচ্ছেদে বলা আছে কোন প্রার্থী বা তাহার পক্ষে কোন রাজনৈতিক দল,অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করিতে পারিবেন না। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলামের সাথে মুঠো-ফোনে কথা হলে তিনি জানান প্রতীক বরাদ্দের পূর্বে কেউ যদি নির্বাচনী প্রচারণা কিংবা গণসংযোগ করেন সেটি অবশ্যই নির্বাচণী আচরণবিধি লঙ্ঘনের শামিল,তবে জাতীয়পার্টির মনোনীত প্রার্থীর নির্ধারিত লাঙ্গল প্রতীক যেহেতু সে ক্ষেত্রে প্রতীক বরাদ্দের আপেক্ষা রাখেনা।

Leave A Reply

Your email address will not be published.