দৈনিক নবতান
জনতার সংসদ

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধে ফাইজারের টিকা দেয়া শুরু

0

রাশেদ খান মেনন, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধে ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ড.আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন, সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনসারী, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের সহ অন্যান্যরা। সংশ্লিষ্টরা বলেন উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের মাঝেও টিকা দেওয়া হবে। এদিকে শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন করে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বলেন এইচএসসি পরীক্ষার আগে এই টিকা তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।

Leave A Reply

Your email address will not be published.