করোনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা

ভারতে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া, ডেইলি মেইলসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ভারতে করোনা সংক্রমিত হলে দ্রুত তা উপমহাদেশের অন্যান্য দেশগুলোকেও ঝুঁকিতে ফেলবে বলে মনে করছে সংস্থাটি। ডেইলি মেইল জানায়, ভারতে এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। কিন্তু জনসংখ্যার ঘনত্বের কারণে দেশটিতে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। দেশটির করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করার ক্ষমতা অত্যন্ত সীমিত বলে মনে করছে তারা। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা জানায়, এসব আশঙ্কার ফলে চীনের পরে করোনা ভাইরাসের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে যে দেশ তাদের সবচেয়ে চিন্তায় রেখেছে তা হলো ভারত।