দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ইতিহাসে কাঁটছাঁট চলে না! স্বাধীনতার ইশতেহার পাঠক শাহ্জাহান সিরাজ

0

এস.এম আব্দুর রাজ্জাক

তিনি নিজেই একজন জীবন্ত ইতিহাস। তিনি মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, স্বাধীনতার প্রবাদপুরুষদের অন্যতম, স্বাধীনতার চার খলিফার একজন, তিনি- বীর মুক্তিযোদ্ধা জননেতা শাহ্জাহান সিরাজ। তিনি নিঃসন্ধেহে আমাদের টাঙ্গাইলের মাটি ও মানুষের গর্ব এবং জাতীয় সম্পদ। কোন মানুষ’ই বিতর্ক ও সমালোচনার উর্ধ্বে নয়। স্বাধীনতা পরবর্তী শাহ্জাহান সিরাজ সমালোচিত হলেও, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি আমার সূর্যসন্তানদের অন্যতম এবং অনুপ্রেরণার নাম।

শাহ্জাহান সিরাজ সুদির্ঘ সময় ধরে শারিরিক নানাবিধ জটিল অসুস্থতায় ঘরে পরা এবং স্মৃতিভ্রষ্ট।

তিনিও হয়তো অচিরেই চলে যাবেন, অনিবার্যের চূড়ায়। সেদিন হয়তো সরকার ও মিডিয়া সংবিধিবদ্ধ একটি শোকবার্তা প্রচার করবে। বলি তাতে মৃত শাহ্জাহান সিরাজের কি’ইবা আসে যাবে!

আমাদের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে তুলতে চাইলে এসব ইতিহাস সামনে আনতেই হবে। ইতিহাস লিখতে কাঁটছাঁট করলে সেটা ইতিহাস হয় না।

Leave A Reply

Your email address will not be published.