“বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনারে পার্বত্য মন্ত্রী

মুহাম্মদ সাইফুল ইসলাম ,বান্দরবান প্রতিনিধি:
“বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীষর্ক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার ১২মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তাবায়নের লক্ষ্যে প্রয়োজন নিরাপদ,সুশৃংখল, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করা। বিদেশের শ্রম বাজারে অদক্ষ কর্মীর চাহিদা কমে আসছে। সৌদিআরবসহ মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে হাউজ হোল্ড শ্রমিক ছাড়া অদক্ষ কর্মীর তেমন কোন চাহিদা নেই। আসনু আমরা দক্ষ কর্মী হিসেবে বিদেশ গিয়ে বিদেশ থেকে বৈধ পথে টাকা পাঠাবো দেশের উন্নয়নে অবদান রাখবো”। উক্ত সেমিনারে বান্দরবানের জেলা প্রশাসক মোহান্মদ দাউদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ও বৈদেশিক মন্ত্রণালয়ের উপ-সচিব ডক্টর কাজী কামরুন্নাহার, সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো: শামীম হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর,পার্বত্য চট্টগ্রম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ। আরো উপস্থিত ছিলেন বান্দরবান মেঘলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া,১নং রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রæ, সুয়ালক ইউপি সদস্য উক্যনু মারমা, ৩নং সদর ইউপি চেয়ারম্যান সাবু খয় মারমা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর সিনিয়র প্রশিক্ষক ক্যালুময় চাকমা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর সিনিয়র প্রশিক্ষক মোঃ জসিম উদ্দীন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর সিনিয়র প্রশিক্ষক রোকেয়া বেগম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর সিনিয়র প্রশিক্ষক শারমিন আক্তারসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগ,সাংবাদিকগন সেমিনারে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও কর্মসংস্থান এবং জনশক্তি অফিসের যৌথ আয়োজনে প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।