ধনবাড়ীতে টিসিবি’র বিপুল পরিমাণ মালামাল উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ধনবাড়ীতে পৌরসভা কর্তৃক নবনির্মিত মার্কেট ভবনের এক আবদ্ধ ঘর থেকে টিসিবি’র বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। তবে মালিক পাওয়া যায়নি। এ বিষয়ে ধনবাড়ী থানায় রাতে মামলা হয়েছে। সোমবার (২০এপ্রিল) বিকালে ধনবাড়ী পৌর শহরের পুরান কাপড় হাটিতে নব নির্মিত মার্কেট ভবনে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ধনবাড়ী পৌরসভা কর্র্তৃক পুরান কাপড় বাজারে একটি মার্কেট নির্মাণ শেষে দীর্ঘদিন ধরে উদ্বোধনের অপেক্ষায় আছে। মার্কেটের প্রতিটি ঘর তালাবদ্ধ। এরই একটি ঘর থেকে পুলিশ টিসিবি’র বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে। এর মালিক না পাওয়ার বিষয়টিতে তারা বিষ্ময় প্রকাশ করেছেন।
ধনবাড়ী উপজেলার সহকারি কমিশনার(ভূমি) সাইদা খানম জানান, টিসিবি’র মালামাল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে মালামালের পরিমাণসহ বিস্তারিত জানা যাবে। পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনকে বার বার মোবাইলে চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্বোধন হওয়ার অপেক্ষায় পৌরসভার নব নির্মিত মার্কেটের একটি তালাবদ্ধ ঘর থেকে ৭২ বস্তা ছোলা ও ২ লিটারের ৭২ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। তেল টিসিবি’র প্রমাণ পাওয়া গেলেও ছোলা টিসিবি’র কিনা জানা যায়নি। এসব মালের মালিক পাওয়া যায়নি বলেও তিনি জানান। এ বিষয়ে মামলার হয়েছে।