দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

নীলফামারীর কিশোরগঞ্জে করোনা রোধে মাঠে তিন কর্মকর্তা

0

নীলফামারী থেকে সামসুজ্জামান সুমন ঃ নীলফামারীর কিশোরগঞ্জে করোনার ময়দানে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন ইউএনও রোকসানা বেগম,সহকারী কমিশনার (ভূমি) রাবিুজ্জামান রাকিব ও অফিসার ইনর্চাজ আব্দুল আউয়াল। এ তিন কর্মকর্তা কঠোর লকডাউন বাস্তবায়নে সর্বাত্তক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।লকডাউনের শুরু থেকেই এই উপজেলার চিত্র ছিল আলাদা। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেনা। কাচামালের দোকান ছাড়া প্রায় সব দোকান পাটই বন্ধ। সড়কে লোকজন বা যানবাহন চলাচলও অনেকটাই কমে গেছে। বিভিন্ন এলাকা ঘুরে অনেকের সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য। ইউএনও রোকসানা বেগম ও সহকারী কমিশনার(ভূমি)রাকিবুজ্জামান রাকিব মিলে শহর থেকে গ্রামে গিয়ে পরামর্শ দিচ্ছেন এ যুদ্ধে জয়ী হবার নানা রকম কৌশল।বিতরন করছেন নানা অর্থ সহায়তা ও খাদ্যসামগ্যী। প্রচার করছেন সরকারী নির্দেশনা। কখনো ছুটে যাচ্ছেন সুবিধা বঞ্চিতদের পাশে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাজার মনিটরিংসহ আইন শৃংখলা রক্ষার কার্যক্রমও ছিল চোখে পড়ার মতো। চলমান বিপর্যয় ঠেকাতে সার্বক্ষনিক কাজে করে যাচ্ছেন আরেক কর্মকর্তা ওসি আব্দুল আউয়াল।মোড়ে মোড়ে গিয়ে মানুষদের মাঝে জানে দিচ্ছেন সরকারী নির্দেশনা। তিনি থানায় যোগদান করে মাদক জুয়া মুক্ত করতে নেমেছিলেন অভিযানে। এতে সৃষ্টি করছেন নতুন চমক। নানা কাজে ইতোমধ্যে সবার কাছে প্রশংসিত হচ্ছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.