দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

মিথ‌্যাচারের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক ও এস এম সি কমিটির প্রতিবাদ সভা

0

স্টাফ রিপোটার ; জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানে রক্ষিত পুরাতন টিন ও লোহার বেঞ্চ অবৈধভাবে বিক্রির মিথ্যা অভিযোগ পত্রে সহজ সরল কয়েকজন কে সার ও বীজ দেওয়ার নামে স্বাক্ষর গ্রহন করে স্থানীয় সাইদুর রহমান বাবলু ও দুলাল মিয়া গত ৮ সেপ্টেম্বর সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রেরন করেছে। এ আনীত অভিযোগকে মিথ্যা বানোয়াট ভিক্তিহীন,ষড়যন্ত্রমুলক ও উদ্দেশ্য প্রনোদিত বলে দাবী করে বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ গতকাল সোমবার (১৩ সেপোটম্বর)এক প্রতিবাদ সভা করেছেন।
বিদ্যালয় সুত্রে জানা গেছে-২০২০-২০২১ অর্থবছরে বলারদিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য দুই লক্ষ টাকার বরাদ্ধ আসে। ওই বরাদ্ধকৃত টাকা উত্তোলনে ভ্যাট কর্তন বাদে ১ লক্ষ ৭৫ হাজার টাকা এস এম সি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত ও সংস্কার কাজ করা হয়।কাজ সম্পন্ন করার সময় বিদ্যালেয়র বরাদ্দের অতিরিক্ত টাকা লেগে যায়। বিদ্যালয় সংস্কারের পর পুরাতন ভাঙ্গা অকেজো টিনগূলো বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়। পরবর্তীতে যথাথয কর্তৃপক্ষের অনুমতিক্রমে পুরাতন ভাঙ্গা অকেজো টিন ভাঙারীর নিকট বিক্রি করে বিদ্যালয়ের অতি প্রয়োজনীয় উন্নয়নমূলক (বিদ্যালয়ের সিলিং মেরামত) কাজ করা হবে বলে এস এম সির সভা করে সর্ব-সম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এ দিকে ১২ সেপ্টেম্বর স্কুল খোলা হবে তার প্রস্তুতি হিসেবে বিদ্যালয়ের কক্ষ পরিস্কার করার জন্য পুরাতন অকেজো ভাংগা-চোরা ঢেউ টিন বিদ্যালয় মাঠে রাখা হয়।এমতাবস্থায় স্থানীয় সাইদুর রহমান বাবলু (হাজী বাবলু)ও দুলাল মিয়া(দুলাল ঘটক)মাঠে রাখা পুরাতন টিন বিক্রির জন্য রাখা হয়েছে বলে সন্দেহ করে মোবাইলে ছবি তোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঈর্শান্বিত হয়ে তা ফেসবুকে পোষ্ট করে বিদ্যালয় ও শিক্ষক -কর্মচারী এবং ম্যানেজিং কমিটির ভাবমুর্তি ক্ষুন্ন সহ ৮ সেপ্টেম্বর সরকারের বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা অভিযোগ প্রেরন করেছে।এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভপতি তাওফিক চাকলাদার ও প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন সহ শিক্ষকগন গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন সহ মিথ্যাচারকারী সাইদুর রহমান বাবলু ও দুলাল মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবী জানিয়ে প্রতিবাদ সভা করেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিবাভবকগন ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগন এবং বিদ্যালয় পরিচালনা কমিটি ও সচেতনমহল। উল্লেখ্য যে সাইদুর রহমান বাবলু ও দুলাল মিয়া(দুলাল ঘটক) প্রতিষ্ঠানের জন্য সরকারী বরাদ্ধ বাস্তবায়নে উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত করতে তারা কতিপয় লোকজন নিয়ে প্রতিষ্ঠানের বরাদ্ধ থেকে টাকা করে অন্যথায় কাজে বাধা প্রদান করে।প্রধান শিক্ষক তাদের দাবী না মেনে নেয়ায় তারা সব সময় প্রধান শিক্ষেকের উপর ক্ষুব্ধ থেকে বিভিন্ন সময় মিথ্যা অভিযোগ দায়ের করে বলে প্রধান শিক্ষক নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.