দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

১৮ বছর বয়সীদের টিকা নিবন্ধন শুরু

0

করোনা মহামারির প্রকোপ রোধে চলমান টিকাদান কার্যক্রমের বয়সসীমা কমিয়ে ১৮ বছর করেছে সরকার। ইতিমধ্যে ১৮ বছরের বেশি বয়সীরা সুরক্ষা ওয়েবসাইট ও অ্যাপে নিবন্ধন করতে পারছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এই তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, যাদের বয়স ১৮ বছরের বেশি হয়েছে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে ১৮ বছরের যে কেউ নিবন্ধন করে করোনার টিকা নিতে পারবেন।

গত ১৪ অক্টোবর মানিকগঞ্জে স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক জেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন (১২-১৭ বছর) ছাত্রছাত্রীকে ফাইজারের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুরক্ষা অ্যাপে গিয়ে নিবন্ধনের ফরম পূরণের সময় ‘পেশা’র ঘরে ছাত্রছাত্রী লেখা থাকতে হবে। যারা রেজিস্ট্রেশেনের সময় ‘পেশা’র ঘরে ছাত্র-ছাত্রী লিখে পূরণ করেছেন, তারা নিজেরাই নিবন্ধন করতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.