
সকাল বেলা। প্রতিদিনের মতো বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল শিশু জিহাদ। আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সীমানা দেয়াল ভেঙে পড়ে সাত বছর বয়সী শিশুটির ওপর।
আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যালে নেওয়ার পরও বাঁচানো যায়নি শিশুটিকে। সে লালবাগ শহীদনগর এলাকার পান বিক্রেতা নাদির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল।
নাদির হোসেন জানান, আজিমপুরে একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো জিহাদ। প্রতিদিন তিনি ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন। আবার স্কুল থেকে বাসায় নিয়ে আসেন। সকালে শিশুটির হাত ধরে আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ কলোনির সীমানা দেয়াল ধসে পড়ে শিশুটি ওপর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আ. কাদির বলেন, আজিমপুর সরকারি কলোনির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে তার নিচে চাপা পড়ে শিশুটি মারা গেছে বলে খবর পেয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।