সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট (কেএসআই) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বম সম্প্রদায়ের নবান্ন ফাথারবুহ্ তেম ও লোকজ সাংস্কৃতিক উৎসব। আজ শনিবার (২৭ নভেম্বর ২০২১) সকালে সদর উপজেলার গেৎশিমনী পাড়ার প্রেসবেটারিয়ান চার্চের মাঠে এই নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। জুমের নতুন ফসল ঘরে তোলার পর প্রভু ইশ্বরকে উৎসর্গ করার মাধ্যমে পাড়া প্রতিবেশীদের নতুন ধানের পিঠা জুমে উৎপাদিত বিভিন্ন ফল ফসলাদি খাওয়ানোর মাধ্যমে বম সম্প্রদায়ের লোকেরা এ নবান্ন উৎসব পালন করে থাকে। বমদের ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানে হরেক রকমের পিঠা, জুমে উৎপাদিত বিন্নি চাল, মিস্টি কুমড়া, কলা, পেঁপে, তিল, মরিচ, ভুট্টাসহ ৩৮ রকমের ফল ফসলাদি প্রদর্শন করা হয়। এসময় উৎসব উপলক্ষে বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাটক নৃত্য গান ও বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি পরিবেশন করা হয়। পরে দুপুরে উৎসবে আমন্ত্রিত অতিথিদের জুমে উপাদিত ফল ফসলাদি দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবান্ন উৎসবের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়াং খুমীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আরফিন মুস্তফা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউট পরিচালক মং নু চিং সহ বিভিন্ন পাড়ার কারবারী মৌজার হেডম্যানসহ বম সম্প্রদায়ের জুমচাষীরা উপস্থিত ছিলেন। পার্বত্য অঞ্চলের মারমা সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে সংরক্ষণের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউট ২০১৫ সাল থেকে প্রতিবছর এ নবান্ন উৎসবের আয়োজন করে আসছে বলে জানান কেএসআই পারিচালক মংনু চিং মারমা।
BREAKING NEWS
- সরিষাবাড়ী টাউন বণিক সমিতির সাথে বিট পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত
- মহাদান ইউনিয়ন ফোরামের বই বিতরণ
- কফি চাষ শুরু হলো টাঙ্গাইলে
- মধুপুরে রাস্তা দখল আনারস বিক্রি|| প্রতিবাদ করায় সাংবাদিক প্রহার : বিএমএসএস -এর নিন্দা ও প্রতিবাদ
- কুড়িগ্রামে মন্দিরে ভাংচুর- অগ্নিসংযোগ, নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা
- খালখন্দে ভরা কুড়িগ্রামের রৌমারী মহাসড়ক।। ভ্যানে করে হাসপাতালে নেয়ার পথে প্রসূতির সন্তান জন্ম সহ চলছে নানা দুর্ঘটনা
- নাগশ্বরীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে পদক ও চেক বিতরণ
- উলিপুরে ব্যবসায়ীর উপর ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলা ।। ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ-আতঙ্ক
- সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ