দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বীর নিবাস নির্মান কাজের উদ্বোধন

0

স্টাফ রিপোটার:
স্বাধীনতার ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্প (বীর নিবাস-২০২১) প্রকল্পের মুক্তিযোদ্ধা মন্ত্রানালয়ের আওতায় বীর নিবাস নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর)দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আকবর এর স্ত্রী বিধবা আনোয়ারা বেগম এর আবাসন (বীর নিবাস) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথী হিসেবে এর উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও উপমা ফারিসা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মোফাজ্জল হোসেন ,সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান,জামালপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,ময়মনসিংহ বিভাগীয় উপ সহকারী প্রকৌশলী আকতারুজ্জামান,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সরিষাবাী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক আবুল হোসেন,বীর নিবাস নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান শাকিল এন্টারপ্রাইজ এর প্রোপাইটার রাজু আহমেদ সহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।
অত্র উপজেলার ৮ টি ইউনিয়নে ১ম দফায় ১২ জন বীর মুক্তিযোদ্ধার আবাসন (বীর নিবাস) নির্মাণের জন্য সরকারিভাবে ১ কোটি ৬১ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ আসে।

Leave A Reply

Your email address will not be published.