
আবুল হোসেন আকাশ
মধুপুরে ইউপি নিবার্চনে মেম্বার বিজয় হয়ে বেপার করে খাওয়ালেন ইউনিয়ন বাসীকে
টাঙ্গাইলের মধুপুরে ইউপি নিবার্চনে মেম্বার প্রাথী বিপুল ভোটের মাধ্যমে বিজয় হয়ে ভোটাদের মন জয় করার জন্য ৩ তিন গরু জবাই করে বেপার মেজবান খাওয়ালেন। ঘটনাটি ঘটেছে মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন মেম্বার স্থানীয়েএলাকাবাসীর প্রিয় মানুষ আওয়ামীলীগ পরিবারের সন্তান মাহবুব আলম ( ঠান্ডু) ।
মাহবুব আলম ( ঠান্ডু) বলেন আমি মানুষের সেবা করা চেষ্ঠা করে যাব বলে কথা দিয়ে ছিলাম । জনগন আমাকে সেবা করার সুযোগ করে দিয়েছে । জনগন আমাকে মেম্বার হিসাবে বিজয় করার কারনে আমি গ্রামবাসীর সেবা করতে পারবো। তিনি আরও বলেন আমি সবার দোয়া চাই। আমি সর্ব সময় গ্রামবাসীর পাশে থাকতে চাই । আমি সবার বাড়ী বাড়ী যাব। আমার বাড়ীতে আসতে হবে না ।মাহবুব আলম ( ঠান্ডু) নিবার্চনে বিজয় হওয়ার কারনে গ্রামবাসীর বিজয় উল্লাশ করেছে । মেম্বার মাহবুব আলম ( ঠান্ডু) বিজয়ী হয়ে আজ নিজ গ্রাম সহ ইউনিয়নের সাধারণ কয়েক হাজার মানুষের মাঝে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য নিজ বাড়ীতে তিনটি গরু জবাই করে বেপার মেজবান করে খাওয়ালেন। এমন আয়োজন আর কখনো হয়নি বলে স্থানীয় লোকজন জানান।