দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

কুড়িগ্রামে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

0

কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামে ৫৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন বিষয়ক প্রেস ব্রিফিং করেছেন কুড়িগ্রামের জেলা
প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। সোমবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং-এ
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক সফি খান, এসএম ছানালাল বকসী ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত
ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ৩য় পর্যায়ে অবশিষ্ট ১০৬টি এবং ৪র্থ পর্যায়ে ৪৫০টিসহ কুড়িগ্রামে ৫৫৬টি পরিবারসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ সারাদেশে একযোগে ৩৯ হাজার ৩৬৫টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। কুড়িগ্রামে ১ম থেকে ৩য় পর্যায় পর্যন্ত ৩ হাজার ৯শ’টি পরিবার জমিসহ ঘর বরাদ্দ পেয়েছে। ৪র্থ পর্যায়ে ৫৫৬টি ঘরের মধ্যে চর  ডিজাইনে ৫৫টি চরের পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হবে।

 

Leave A Reply

Your email address will not be published.