
স্টাফ রিপোটার : জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি-জামাতের সন্ত্রাস,জঙ্গিবাদ,নৈরাজ্য,অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর নির্দেশে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকেলে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার রুপালী ব্যাংক হতে প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষে শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশ মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাশক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক বাদল মিয়া, কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সর্মথকরা অংশ নেন।
সরিষাবাড়ীতে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার প্রস্তাব প্রেরণে যৌথ সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলায় ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার প্রস্তাব প্রেরণ বিষয় নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
আরোও বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু,উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ ,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী, সাতপোয়া , পোগলদিঘা, আওনা, কামরাবাদ, মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন প্রমুখ। উপস্থিত সকলেই সরিষাবাড়ি উপজেলা কে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার প্রস্তাবনা প্রদান করলে উপস্থিত সকলে একমত পোষন করেন।