
বিনোদন প্রতিবেদক
অনেকদিন থেকেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছিলেন পরীমণি। তবে এবার ক্যারিয়ার জীবন নিয়ে ভক্তদের জন্য সুখবর দিলেন পরী। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্লাটফর্ম বঙ্গ’তে মুক্তি পাচ্ছে নায়িকার নতুন ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’।
মুক্তিকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গ অ্যাপ, ইউটিউব এবং এর ফেসবুকে ট্রেলারটি উন্মোচিত হয়েছে ওয়েব ফিল্মের ট্রেলার। ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটিতে জমজমাট গল্প ও রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির গল্পের ছোঁয়া পাওয়া গেছে!
সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী এবং মুশফিকুর রহমান মঞ্জু। পরীমনি ছাড়া তারকা বহুল সিরিজে অভিনয় করেছেন সজল নূর, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরি বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ।
২০১৯ সালের ২৩ মে এফডিসিতে বিশাল সেট নিয়ে ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছিল। তবে অভিনয়শিল্পীদের শিডিউল জটিলতায় এই সিরিজের কাজ শেষ হয় চলতি বছর।