দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালন

0

Abdul Khaleq Mondolগাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহ চালিকা শক্তি’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে সোমবার (২ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো।

 

 

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, গাইবান্ধা বিসিকের সহকারী মহা-ব্যবস্থাপক রবীন চন্দ্র রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ অন্যান্য কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম ও শহরের পার্থক্য কমে এসেছে। এজন্য পরিকল্পিতভাবে গ্রাম ও শহরের পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই নগররায়ন গড়ে তুলতে হবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.