দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

দৌলতখানে ১৩ জনকে আটক করে নির্যাতন, ইউপি চেয়াম্যান এর বিরুদ্ধে

0

ভোলা প্রতিনিধি

দৌলতখানে ১৩ জনকে আটক করে নির্মম নির্যাতন, ইউপি চেয়াম্যান এর বিরুদ্ধে

ভোলার দৌলতখান উপজেলা মদনপুর ইউনিয়নের  চর বৈরাগীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস আলীর  ৫ হাজার একর জমি ইউনিয়ন চেয়ারম্যানের  নাসির উদ্দিন নান্নু এর বিরুদ্ধে বেদখলের চেষ্ঠার  অভিযোগ ও ১৩ জনকে আটক করে নির্মম নির্যাতন ও উলঙ্গ করে টর্চারের অভিযোগ উঠেছে। জানাযায় দীর্ঘদিন ধরে ইউনিয়নের চেয়ারম্যানের  নাসির উদ্দিন নান্নু সাথে একই এলাকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস আলীরসহ স্থানীয় লোকজনরে সাথে ৫ শক একর জমি নিয়ে বিরুদ্ধে আসছিল। গত (১২ই অক্টোবর) বৃহস্পতিবারে  সকালে ইউনিয়নের চেয়ারম্যানের  নাসির উদ্দিন নান্নু ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস আলীর  ফসলী , জমিনে  বেকু দিয়ে, বালু কেটে বিক্রি করতেছেন। এমন সংবাদ পেয়ে জমির মালিক গন চেয়ারম্যানের সাথে কাগজপত্র নিয়ে বসে সমাধান করার কথা বলে স্পিড বোটের মাধ্যমে, ইলিশা ফেরিঘাটে যাওয়ার সময়, নদীর মাঝপথে ,নাসির উদ্দিন নান্নু চেয়ারম্যান, ও তার সন্ত্রাসী বাহিনীর প্রধান বেলায়েত বেপারীসহ অন্যন্য লোকজন মিলে জমির মালিকদের উপর  হামলা চালায়। একপর্যায়ে হামলা কারীগণ একটি স্পিডবোটে ১০ জন মানুষ ধরে নিয়ে যায়। ধরে নেওয়া মানুষের প্রায়  ২-৩ ঘন্টা যাবত নির্মম নির্যাতন  চালায় । এমন সময় ৯৯৯ নাইনের সহযোগিতায় আহত জমির মালিকদের উদ্ধার করে পুলিশ। বক্তবোগিরা আরও জানা এইদিনই জমির মালিকদের একটি গরু চর থেকে  নিয়ে নান্নু চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীরা, জবাই করে রাত্রে তারা আনন্দ উল্লাস করেন। জমির মালিক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস বলেন, আমাদের জমির মালিক মোজাম্মেল, সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, নিরব, মনির সাজি, মামুন, আমির হোসেন মাল সহ ১৩  জন কে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ।

 

তাদের অবস্থা খুবই আশঙ্কা জনক। এমন অবস্থায় ইউপি চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জমির মালিক এর বাড়িঘরে হামলা ও বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করার অভিযোগ উঠেছে।  এব্যাপারে মালার প্রস্ততি নেওয়া হচ্ছে বলে জমির মালিক গন জানান। স্থানীয় এলাকাবাসী ঘটনার

উপযুক্ত বিচার এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসন ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

Leave A Reply

Your email address will not be published.