
স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার দলীয় মনোনয়নের দাবিতে নৌকার দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে বীর মুক্তিযোদ্ধারা এ সমাবেশ করেন।
বীর মুক্তিযোদ্ধা সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নৌকার মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান। আরও বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবদুর রাজ্জাক, সাতপোয়া ইউনিয়ন কমান্ডার সিরাজুল ইসলাম, পিংনার কমান্ডার আমান উল্লাহ, ডোয়াইলের কমান্ডার মোজাম্মেল হক, সোনালী ব্যাংকের সাবেক এজিএম নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল ইসলাম প্রমুখ।
সমাবেশের পূর্বে বাদ জুম্মা নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের পিতা মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান , বঙ্গবন্ধু পার্লামেন্টের দুই দুইবারের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মালেকের আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন মুক্তিযোদ্ধা ও মুসুল্লিরা।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা তাদের সন্তান দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল কে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য দাবী জানান।